রাজধানীর ডেমরার ডগাই এলাকায় সুমাইয়া আক্তার (১৫) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১ অক্টোবর) রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা নূরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমার মেয়ে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণিল শিক্ষার্থী ছিল। ওর মা পড়াশোনার জন্য বকাঝকা করলে অভিমান করে নিজের রুমে গিয়ে লোহার অ্যাঙ্গেলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আমরা ডেমরার ডগাইর ৬৯ নম্বর বাসায় থাকতাম। আমার দুই মেয়ে, এক ছেলে, বলেন নূরুল।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছিল। তারা ঘটনার তদন্ত করছে।

এ বিষয়ে জানতে চাইলে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ঘটনার পর তার পরিবার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আমরা মরদেহ মেডিকেল থেকে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি সে খুব অভিমানী ও জেদি প্রকৃতির ছিল। পড়ালেখা নিয়ে মা বকাঝকা করলে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এসএএ/জেডএস