ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নির্মাণাধীন ভবনগুলোতে এডিস মশার লার্ভা বেশি পাওয়া যাচ্ছে। প্রথমবার অভিযান পরিচালনা করে আসার পর দ্বিতীয়বার যদি সেই ভবনে এডিসের লার্ভা পাওয়া যায়, তাহলে আমরা সেই ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেবো।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) মহাখালী ডিএনসিসি হাসপাতালে ডেঙ্গু রোগীদের খোঁজ-খবর নেওয়ার পর ডিএনসিসির মেয়র এ হুঁশিয়ারি দেন।

আতিকুল ইসলাম বলেন, নির্মাণাধীন বাড়িগুলোতে এডিসের লার্ভা বেশি পাওয়া যাচ্ছে। আমরা একবার যে বাড়িতে গিয়েছি, তৃতীয়বার যাওয়ার পরও সেখানে এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে। জরিমানা করা হয়েছে, জেল দেওয়া হয়েছে। তারপরও মানুষ সচেতন হচ্ছে না।

তিনি বলেন, সতর্ক করে দেওয়ার পর যদি কোনো নির্মাণাধীন বাড়িতে দ্বিতীয়বার লার্ভা পাওয়া যায়, তাহলে সেই নির্মাণাধীন ভবনের কাজ আমরা অবশ্যই বন্ধ করে দেবো।

ডিএনসিসি মেয়র বলেন, কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যাওয়া শুরু করেছি। আমরা নাগরিকদের সমস্যার কথা শুনব, তা সমাধানের চেষ্টা করব। সেই সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসম্পৃক্ততা সৃষ্টি করতে ও তাদের সচেতন করতে আমরা কাজ করছি। সাধারণ মানুষের সচেতনতা ও তাদের সম্পৃক্ততা ছাড়া সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু মোকাবিলা করা কঠিন কাজ।

তিনি আরও বলেন, আমরা সবার কাছে বার্তা পৌঁছানোর চেষ্টা করছি, তিন দিনে-এক দিন জমা পানি ফেলে দিন।এছাড়া প্রতি শনিবার ১০টা ১০ মিনিটে নিজের আঙ্গিনা করি পরিষ্কার... এই বার্তাগুলোও আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সবাই মিলে সচেতন হলে ডেঙ্গু থেকে আমরা সবাই সহজে মুক্তি পাব।

মহাখালী ডিএনসিসি হাসপাতাল পরিদর্শনের সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, ডিএনসিসি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেলে শফিকুর রহমানসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএসএস/এমএইচএস