ইউনাইটেড হাসপাতালে সমন্বিত স্ট্রোক সেন্টার উদ্বোধন
স্ট্রোকসহ নানা জটিল রোগের সমন্বিত ও স্বয়ংসম্পূর্ণ চিকিৎসা প্রদানের লক্ষ্যে ইউনাইটেড হাসপাতালে স্ট্রোক সেন্টার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ নভেম্বর) ইউনাইটেড হাসপাতালে এক বৈজ্ঞানিক অধিবেশন শেষে এই স্ট্রোক সেন্টার উদ্বোধন করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ।
বিজ্ঞাপন
এই সেন্টারে স্ট্রোকে আক্রান্ত যে কেউ ইমার্জেন্সি, ওপিডি, ইভিনিং ওপিডি এবং ভর্তিসহ সব ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ ও বিষয়ভিত্তিক পারদর্শিতা উপস্থাপন করেন দেশবরেণ্য স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. আলীম আক্তার ভূঁইয়া, সিনিয়র কনসালটেন্ট নিউরোলজি এবং ডিরেক্টর, ইউনাইটেড স্ট্রোক সেন্টার, ডা. সৈয়দ ছায়ীদ আহমেদ, সিনিয়র কনসালটেন্ট, নিউরোসার্জারি, ডা. শিরাজী শাফিকুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট, নিউরোইন্টারভেনশন ও ডা. ফজলে মাহমুদ, সিনিয়র কনসালন্টেট এবং নিউরোসার্জারি।
বিজ্ঞাপন
অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ বলেন, আমরা আশা করি ইউনাইটেড হাসপাতালের স্ট্রোক সেন্টার ভবিষ্যতে আধুনিক এবং প্রযুক্তিগতভাবে এভাবেই উন্নত চিকিৎসাসেবা প্রদান করবে। পাশাপাশি দেশ ও প্রতিবেশী দেশগুলোতে উৎকর্ষের কেন্দ্র হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।
ডা. আলীম আক্তার ভূঁইয়া বলেন, স্ট্রোকের রোগীর জন্য হাতে সময় থাকে মাত্র চার ঘণ্টা। এক মিনিটের মধ্যেই দেহের ২০ লাখ নিউরো সেল মারা যায়। তবে দ্রুত চিকিৎসা পেলে রোগীর ঝুঁকি এড়ানো সম্ভব। দেরিতে হাসপাতালে নিলে পঙ্গুত্ব বা শারীরিক অক্ষমতার আশঙ্কা বাড়ে।
তিনি আরও বলেন, ইউনাইটেড হাসপাতালের স্ট্রোক সেন্টারে স্ট্রোক চিকিৎসায় থ্রম্বোলাইসিসসহ অন্যান্য অত্যাধুনিক চিকিৎসাসেবা দেওয়া হয়।
অনুষ্ঠানে ইউনাইটেড হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেএ