নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ৪৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

গ্রেপ্তাররা হলেন মো. মামুন মোল্লা (৩০) ও মো. সোহাগ আহমেদ (২৫)।  গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ৪৯ কেজি গাঁজা, ১টি প্রাইভেটকার, ২টি মোবাইল ফোন, ২টি সিম কার্ডসহ মাদক বিক্রির ৮০০ টাকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৪ নভেম্বর)  র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও এলাকায় বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাঁজা এনে মজুত করে রাখতেন। পরে সুবিধামতো সময়ে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

এমএসি/এমএ