অঞ্চল ৩ এর আওতাধীন ওয়ান স্টপ হেল্প ডেস্ক স্থাপন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এর মাধ্যমে সাধারণ নাগরিকরা সিটি করপোরেশন কেন্দ্রিক সব ধরনের সেবা পাবেন খুব সহজে।

এ ওয়ান স্টপ হেল্প ডেস্ক স্থাপন করতে প্রয়োজনীয় উদ্যোগের জন্য একটি কারিগরি কমিটি গঠন করেছে ডিএনসিসি।

শুক্রবার (৪ নভেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। 

এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশের মাধ্যমে এই ৬ সদস্যের কমিটি গঠন করে দেন। 

সচিব মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছেন, ট্রাস্ট ইনোভেশন কর্তৃক প্রস্তাবিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল ৩ এর আওতাধীন এ ওয়ান স্টপ হেল্প ডেস্ক স্থাপন করা হবে। এ জন্য প্রয়োজনীয় ট্রার্মস অব রেফারেন্স ও প্রাক্কলন চূড়ান্তকরণের জন্য ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ডিএনসিসির সূত্র জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল ৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে কমিটির আহ্বায়ক এবং ডিএনসিসির আইসিটি সেলের সিস্টেম অ্যানালিস্টকে কমিটির সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন, ডিএনসিসির প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা, যান্ত্রিক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং ডিএনসিসির উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা।

এএসএস/এসকেডি