মানিকগঞ্জ জেলার সিংগাইর নয়াপাড়া এলাকায় মার্বেল কোম্পানিতে কাজ করার সময় ক্রেন চাপায় শফিকুল ইসলাম (৩৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা ৩টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মো. সুজন ঢাকা পোস্টকে বলেন, সকালে মার্বেল কোম্পানিতে ক্রেন দিয়ে মার্বেল উঠানোর সময় ক্রেনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার বাড়ি বগুড়া জেলার গাবতলী থানা এলাকায়। তিনি ওই এলাকার কছিম উদ্দিনের ছেলে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

এসএএ/এসকেডি