গ্রিসে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। সোমবার মধ্যরাতে রাজধানীর শান্তিনগর থেকে মো. ছালাউদ্দিন নামের ওই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, ছালাউদ্দিন ও তার সহকারী মিলে ৬ জন ভিকটিমকে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে গ্রিস পাঠানোর আশ্বাস দেয় এবং ভিকটিমদের কাছ থেকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা আদায় করে। এ ঘটনায় ভুক্তভোগীরা সিলেটের গোয়াইনঘাট থানায় একটি মামলা করেন।

সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছালাউদ্দিন সহযোগীদের সঙ্গে নিয়ে বিদেশ পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে কাজ করছে সিআইডি।

এআর/এসকেডি