গ্রিসে মানবপাচারকারী চক্রের সদস্য গ্রেপ্তার
গ্রিসে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। সোমবার মধ্যরাতে রাজধানীর শান্তিনগর থেকে মো. ছালাউদ্দিন নামের ওই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, ছালাউদ্দিন ও তার সহকারী মিলে ৬ জন ভিকটিমকে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে গ্রিস পাঠানোর আশ্বাস দেয় এবং ভিকটিমদের কাছ থেকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা আদায় করে। এ ঘটনায় ভুক্তভোগীরা সিলেটের গোয়াইনঘাট থানায় একটি মামলা করেন।
বিজ্ঞাপন
সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছালাউদ্দিন সহযোগীদের সঙ্গে নিয়ে বিদেশ পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে কাজ করছে সিআইডি।
বিজ্ঞাপন
এআর/এসকেডি