মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
এ সময় তিনি বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে মুক্তিযুদ্ধের সময়ে মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক
অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদনের সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, আইসিটি দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক রফিকুল আকবর, মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার কামাল হাসান, ভাইস-চ্যান্সেলর দপ্তরের উপ-রেজিস্ট্রার মো. মোস্তাফিজুর রহমান ও মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান মেহেরপুরে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ঘুরে
দেখেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে ১৭ এপ্রিল মেহেরপুরের মহকুমার বৈদ্যনাথতলা গ্রামে বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ নেয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ মুজিবনগর হয়। পরবর্তীতে মুজিবনগর সরকারের শপথ গ্রহণের স্থানকে স্মরণীয় করে রাখতে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। মূলত এটিই মুজিবনগর স্মৃতিসৌধ। এর নির্মাতা হলেন স্থপতি তানভীর কবির।

এমএম/কেএ