রাজধানীর পল্টন এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন নাসির হোসেন (৪৫) ও মো. মাহবুবুর রহমান (৫৫) নামের দুই ব্যক্তি।

বুধবার (০৯ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে সন্ধ্যা সাতটার দিকে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর তাদের পাকস্থলী ওয়াশ করে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

ভুক্তভোগী নাসিরের এক সহকর্মী জানান, নাসির পেঁয়াজের ব্যবসা করেন। আজ ঢাকার এক আত্মীয়র বাসা থেকে বাসে চড়ে বাড়িতে ফিরছিলেন। এসময় অজ্ঞান পার্টির সদস্যরা তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করে। পরে তার কাছে থাকা নগদ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

এদিকে মাহবুবের আত্মীয় মাহমুদুল হাসান জানান, আমরা থানা থেকে ফোন পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে পাকস্থলী ওয়াশ করে তাকে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অজ্ঞান পার্টির সদস্যরা মাহবুবের কাছ থেকে কি নিয়েছে তার সুস্থ হওয়ার পর তা জানা যাবে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, পল্টন মোড় এলাকায় দুজন ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে পাকস্থলী ওয়াশ করে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

এসএএ/কেএ