ঢাকা শহরের বস্তিসহ আবাসিক বাসস্থানের সংকট নিরসন ও শহরের উপযোগী ভবন তৈরিতে স্থপতিরা উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন বক্তারা। 

রোববার রাজধানীর আইএবি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা। আগামী ১৭ নভেম্বর কেএসআরএম ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস্ বাংলাদেশ (আইএবি) এর যৌথ উদ্যোগে অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্ট (২০২১-২০২২) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থপতি ফারহানা শারমীন ইমু, স্থপতি মোহাম্মদ আরেফিন ইব্রাহিম, কেএসআরএমের ব্র্যান্ড ম্যানেজার শাহেদ পারভেজ, স্থপতি আশিক ইকবাল, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য অনুষদের প্রধান ড. শেখ সিরাজুল হাকিম প্রমুখ।

বক্তারা বলেন, তরুণ স্থপতিদের উৎসাহ প্রদান করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। যে প্রজেক্টগুলো জমা নেওয়া হচ্ছে সেগুলো প্রত্যেকটাই ইনোভেটিভ প্রকল্প। যেমন, আপাতদৃষ্টিতে পরিত্যক্ত বিল্ডিংকেও আমরা মডিফাই করছি। ঢাকা শহরের হেরিটেজ বিল্ডিংগুলো নিয়ে প্রজেক্ট আছে। এছাড়া কড়াইল বস্তি নিয়েও একটা প্রজেক্ট আমরা সিলেক্ট করেছি। আবাসনের যে সংকট, সেগুলো নিরসনে স্থপতিরা কাজ করছেন। এই ভালো উদ্যোগগুলোকে উৎসাহ দেওয়ার জন্যই আমাদের এ আয়োজন।

আইএবি স্বীকৃত আর্কিটেকচার ডিপার্টমেন্টের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের দূরদর্শী প্রকল্পগুলো সমাদৃত করার জন্য চতুর্থ বারের মতো এই অ্যাওয়ার্ড কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২০১৯ সালে প্রথম এ অ্যাওয়ার্ড কর্মসূচির আয়োজন করা হয়। এবার ১১টি প্রতিষ্ঠান থেকে মোট ২৮টি প্রকল্প জমা নেওয়া হয়েছে। চূড়ান্তভাবে তিনজন বিজয়ীকে পুরস্কার দেওয়া হবে। 

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো, আমেরিকান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি।

ওএফএ/এসকেডি