বরখাস্ত হওয়া কর কর্মকর্তা আতাহার আলী খান - সংগৃহীত ছবি

জাল নথিপত্রের মাধ্যমে নিয়োগ নেওয়ার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বরখাস্ত হওয়া কর কর্মকর্তা আতাহার আলী খানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ডিসেম্বর) দুদকের প্রধান কাযালয় থেকে এ বিষয়ে চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক মো. রাশেদুল ইসলাম শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করবেন বলে দুদকের জনসংযোগ দপ্তর জানিয়েছে।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০০৪ সালে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনে (ডিসিসি) বিভিন্ন পদে ৪৯ জনকে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়। এর পৌনে তিন বছর পর ২০০৬ সালে জাল নথিপত্র দিয়ে সাবেক এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার এপিএস ও তার নির্বাচনী এলাকা শিবপুরের বাসিন্দা আতাহার আলী খান কর কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। 

দুদকের তদন্তে দেখা যায়, লিখিত ও মৌখিক পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়ে চাকরিতে যোগ দিয়েছিলেন আতাহার আলী।

গত ২০ মে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস তাকে চাকরি থেকে অব্যাহতি দেন। 

অফিস আদেশে বলা হয়েছে, ডিএসসিসির রাজস্ব বিভাগের বাজার সার্কেল-৩ এর কর্মকর্তা নগর পরিকল্পনা বিভাগে সংযুক্ত আতাহার আলী খানকে কর্মচারী চাকরি বিধিমালা-২০১৯ এর বিধি ৬৪ (২) অনুযায়ী চাকরি থেকে অপসারণ করা হয়।

আরএম/এইচকে