লোকাল এরিয়া প্ল্যান রিপোর্ট অনুযায়ী জোনাল কমপ্লেক্স, ওয়ার্ড কমপ্লেক্স পার্ক, খেলার মাঠ, ঈদগাহ, কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন স্থাপনার অবস্থানগত যৌক্তিকতা ও উপযুক্ততা পর্যালোচনার জন্য কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ডিএনসিসি।

শুক্রবার (১৮ নভেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ৬ সদস্যের একটি কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেন।

সচিব মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছেন, এই কমিটি লোকাল এরিয়া প্ল্যান রিপোর্ট অনুযায়ী অবস্থানগত যৌক্তিকতা ও উপযুক্ততা পর্যালোচনা করে ডিএনসিসির কাছে প্রতিবেদন জমা দেবেন।

জানা গেছে, এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির প্রধান প্রকৌশলীকে, সেই সঙ্গে ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন, ডিএনসিসি উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান সম্পত্তি কর্মকর্তা এবং পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী।

এএসএস/এসকেডি