ডিউটিতে যাওয়ার সময় পুলিশ কনস্টেবলের মৃত্যু
দায়িত্ব পালনের জন্য যাওয়ার সময় পথে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার কনস্টেবল মো. তোফাজ্জল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রমনা থানার কাকরাইল ফাঁড়িতে কর্মরত ছিলেন।
শনিবার (১৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মো. ফারুক বলেন, শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৮টায় কনস্টেবল তোফাজ্জল ডিউটিতে আসার সময় পুরাতন রমনা থানা ক্রসিংয়ের পশ্চিম পাশের ফুটপাতে হঠাৎ পড়ে যান। তখন ট্রাফিক ডিউটিরত আনসার সদস্য রেজোয়ান মোল্লা দ্রুত চিকিৎসার জন্য তাকে রিকশাযোগে হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তিনি বলেন, ডাক্তার প্রাথমিক চিকিৎসা দেন। পরে শারীরিক অবস্থার অবনতি দেখে আইসিইউতে রেফার করেন। পরে সকাল ১০টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে চিকিৎসকরা জানায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, তোফাজ্জল ২০০১ সালে জানুয়ারি মাসে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি নেত্রকোনা জেলার বারহাট্টা থানার ডেমুরা গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. আব্দুল হাসিম ও মায়ের নাম মোছা. আনোয়ারা খাতুন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলেও তিনি জানান।
এমএসি/এমএ