ফাইল ছবি

আগামী ২৪ ঘণ্টায় দেশের একাধিক অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অনেক এলাকাতে আবহাওয়া শুষ্ক থাকবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য ‍নিশ্চিত করেছেন। তিনি বলেন, শীতের পর এখন পর্যন্ত কোথাও বৃষ্টিপাত শুরু হয়নি। তবে অনেক এলাকায় আকাশ মেঘলা রয়েছে। আর যেসব এলাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেসব এলাকার কিছু স্থানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের পরিমাণ জানিয়ে আবহাওয়া অফিস জানায়, ঢাকা বিভাগের নিকলিতে ৯ মি.মি., সিলেটে ৩০ মি.মি., শ্রীমঙ্গলে ১ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৬ ডিগ্রি সেলসিয়াস।

টাঙ্গাইল ও কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

আবহাওয়া সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

একে/এনএফ