ভারতে পাচারের শিকার ২৪ জন বাংলাদেশি নারী ও শিশুকে পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে দে‌শে প্রত্যাবাসন করা হয়েছে।

বুধবার (২৩ ন‌ভেম্বর) কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়।

বার্তায় উ‌ল্লেখ করা হয়, কলকাতার উপ-হাইকমিশন, পশ্চিমবঙ্গের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে প্রতিষ্ঠিত নারী ও শিশু পাচার রোধ বিষয়ক বিশেষ টাস্কফোর্সের যৌথ উদ্যোগে পরিচালিত প্রচেষ্টার ধারাবাহিকতায় ভারতে পাচারের শিকার ২৪ জন বাংলাদেশি নারী ও শিশুকে মঙ্গলবার (২২ ন‌ভেম্বর) পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। 

বাংলাদেশ উপ-হাইকমিশন সংশ্লিষ্ট জেলা প্রশাসন কর্তৃপক্ষের কাছেট তাদের হস্তান্তর করেছে।

এনআই/এসএম