ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে অটো রিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় চুরি যাওয়া ১টি অটোরিকশা উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর একটি দল  সোমবার (২৮ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কুন্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মো. নয়ন (২২) ও মো.সুমন (২৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার আসামিরা ব্যাটারিচালিত অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে কেরানীগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে ৫০-৬০ হাজার টাকায় বিক্রি করত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জেইউ/এসকেডি