ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি এলাকায় নাশকতা পরিকল্পনা করার সময় কয়েকজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানা। আটকের সময় নাশকতার পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট আলামতও জব্দ করেছে পুলিশ।

অভিযানে যাদের আটক করা হয়েছে তারা বিএনপির নেতাকর্মী বলে দাবি করেছে পুলিশ। 

সোমবার (২৮ নভেম্বর) রাতে ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরামুল হক মিয়া।

তিনি বলেন, আমাদের কাছে গোপন সংবাদ আসে ধানমন্ডি-১ নম্বর এলাকায় কয়েকজন নাশকতার পরিকল্পনা করছে। সেই তথ্যের ভিত্তিতে ধানমন্ডি-১ নম্বর এলাকায় আমাদের অভিযান চলছে। অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং আলামত জব্দ করা হয়েছে। আমাদের অভিযান এখনো চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

অভিযান কি বিএনপির কোনো নেতার বাসায় পরিচালনা করা হচ্ছে? আর আটকরা কি বিএনপি নেতা-কর্মী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কারো বাসা বা বাড়িতে অভিযান পরিচালনা করছি না। ধানমন্ডি-১ নম্বর এলাকায় অভিযান পরিচালনা করছি। আটকরা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এদিকে রাতে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমের শ্বশুর সাবেক মন্ত্রী আব্দুল মান্নানের ধানমন্ডির বাসায় তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

এমএসি/এসকেডি