রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে শিশুসহ আহত ৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে ট্র্যাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে নারী ও শিশুসহ ছয়জন আহত হয়েছেন।
বুধবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে সকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহতরা হলেন—জুলেখা খাতুন (৪৭), সাজেদা বেগম (৫০), তানহা হাসান (২০), রাব্বি (১২), রাইসা (৫) ও আমেনা (৭)।
আহতদের উদ্ধার করে নিয়ে আসা পথচারী হানিফ ঢাকা পোস্টকে বলেন, রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে আহত ছয়জনকে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। তাদের সবার অবস্থা গুরুতর। বিভিন্ন ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, পূর্বাচলের ৩০০ ফিট এলাকা থেকে দুর্ঘটনায় আহত ছয়জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত আছে।
এসএএ/কেএ