রাজধানীর নাইটেঙ্গেল মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের তৎপরতা হঠাৎ বৃদ্ধি পেতে দেখা গেছে। এছাড়া পুরানা পল্টন মোড় থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত পুলিশের একটি সাজোয়া যান টহল দিতে দেখা গেছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে পুলিশের এ তৎপরতার শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, নাইটেঙ্গেল মোড়ের চতুর্দিকে দুপুর দেড়টা থেকে পজিশন নিয়ে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া পুরানা পল্টন মোড় থেকে পাঁচ মিনিট পর পর একটি সাজোয়া যান (এপিসি) নাইটেঙ্গেল মোড় ঘুরে আবার পুরানা পল্টনের দিকে টহল দিতে দেখা গেছে।

এ বিষয়ে নাইটেঙ্গেল মোড়ে নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, জুম্মার নামাজের পর এদিকে লোকজন আসতে পারে এমন সতর্কতায় পুলিশের তৎপরতা কিছুটা বেড়েছে। তাই যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরা প্রস্তুতি নিয়ে রেখেছেন।

সাজোয়া যানের বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবুল হাসান বলেন, নিরাপত্তার স্বার্থে সাজোয়া যান পুরানা পল্টন মোড় থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত টহল দেওয়া হচ্ছে। ‌

এমএসি/এফকে