বিএনপির সমাবেশের কারণে জনশূন্য অবস্থায় রয়েছে গাবতলী বাস টার্মিনাল। অন্যদিন ব্যস্ততম এ বাস টার্মিনালটি যাত্রী সমাগমে পরিপূর্ণ থাকলেও আজ তা একদমই ফাঁকা।

শনিবার (১০ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, অধিকাংশ বাস কাউন্টার বন্ধ। অল্পসংখ্যক কাউন্টার খোলা থাকলেও টিকিট বিক্রি হচ্ছে না তেমন। রাস্তায় বাস চলাচলে কোনো বাধা না থাকলেও যাত্রী স্বল্পতায় বন্ধ রয়েছে দূরপাল্লার বাসগুলো। কোনো বাস ছাড়ার নির্ধারিত সময় ১০টায় হলেও সেটা ছাড়া হচ্ছে এক থেকে দুই ঘণ্টা দেরিতে।

হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারের ম্যানেজার জুয়েল ঢাকা পোস্টকে বলেন, আজ যাত্রী একেবারেই নেই। সকাল থেকে গাড়ি ছেড়েছে মাত্র একটা, তাতেও আবার ৮-১০টা সিট ফাঁকা ছিল। যাত্রী স্বল্পতায় আমরা ক্ষতির মুখে পড়েছি।

ঈগল পরিবহনের কাউন্টারের ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, এসময়ে নরমালি আমাদের ৮-১০টা গাড়ি ছেড়ে যায়। অথচ আজ সকাল থেকে কোনো যাত্রী নেই। ওপাশ থেকে বাসগুলোও ফাঁকাই আসছে।

কথা হয় মহেশপুরগামী যাত্রী আশরাফের সঙ্গে। ঢাকা পোস্টকে তিনি বলেন, টিকিট কেটে বসে থাকলেও বাস নেই। কাউন্টার থেকে জানালো যাত্রী মোটামুটি ভরলে বাস ছাড়া হবে। এভাবে কতক্ষণ অপেক্ষা করতে হবে জানি না।

মিরপুর-১ এলাকায় বসবাসকারী কামরুন্নাহার ফরিদপুরে যাবেন। টার্মিনালে এসে দেখেন তিনি যে বাসে যেতে চান সেটার কাউন্টার বন্ধ। পরে অন্য বাসের টিকিট কেটে অপেক্ষা করছেন। ঢাকা পোস্টকে তিনি বলেন, বাস যাবে মেহেরপুর পর্যন্ত। কিন্তু সেখানকার যাত্রী না পাওয়ায় আমাদের বসিয়ে রাখা হচ্ছে। বলা হচ্ছে, মোটামুটি যাত্রী পেলে বাস ছাড়া হবে। এটা ভোগান্তি ছাড়া আর কিছুই না। যাত্রী কখন আসবে, আমরাইবা কখন যাব।

ওএফএ/এসএসএইচ/