মফিজুর রহমান ভুঞা

দুর্নীতি দমন কমিশনের লিগ্যাল ও প্রসিকিউশন শাখার মহাপরিচালক মফিজুর রহমান ভুঞা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৯ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রনব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

মফিজুর রহমান ভুঞা সিনিয়র জেলা ও দায়রা জজ পদ মর্যাদার কর্মকর্তা। তিনি জুডিসিয়াল সার্ভিস থেকে প্রেষণে দুদকে  কর্মরত ছিলেন।

এক শোকবার্তায় দুদক চেয়ারম্যান বলেন, মফিজুর রহমান ভূঞার মৃত্যুতে দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ একজন অকৃত্রিম স্বজন হারিয়েছে। তিনি ছিলেন সততা, নিষ্ঠা, মেধা ও মননশীলতার অনুপম দৃষ্টান্ত। দুর্নীতি দমন কমিশনের মহাপিরচালক হিসেবে দায়িত্বপালন কালে তার কর্মনিষ্ঠা, প্রজ্ঞা ও সততার প্রত্যক্ষ করার সুযোগ আমার হয়েছে। 

বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তিনি আরও বলেন, মহান আল্লাহ রাব্বুল আল-আমিন তাকে যেন জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, জীবনের এ চরম দুঃসময়ে ধৈর্য ধারণ করে শোক কাটিয়ে ওঠার শক্তি যেন মহান আল্লাহ তাদের দান করেন। 

আরএম/এসএম