রাজধানীর হাজারীবাগে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ‍্যানের সঙ্গে মাথায় আঘাত লেগে সাঈদ (১১) নামে এক শিশু নিহত হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিজিবি এক নাম্বার গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা তানজিলা বেগম ঢাকা পোস্টকে বলেন, সোমবার (১২ ডিসেম্বর) হাজারীবাগ কলোনিতে আমার মেয়ের বিয়ে হয়। আজ বৌ-ভাত শেষে হাজারীবাগ থেকে আমরা একটি বাসে করে কুমিল্লার হোমনার রামকৃষ্ণপুর এলাকার উদ্দেশ্যে রওনা দেই। পরে বিজিবি গেটের সামনে এলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ‍্যানের সঙ্গে আমার ছেলের মাথায় আঘাত লাগে। এ সময় আমার ছেলে বাসের ভেতরেই ছিল। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার ছেলে স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/কেএ