সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ ফাইল ছবি
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি এ ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।
বিজ্ঞাপন
ভাষণে দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি টানা তিন মেয়াদে তাঁর সরকারের আমলে দেশের উন্নয়নে যেসব কাজ করেছেন সেগুলো তুলে ধরবেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তার সরকারের চিন্তা-ভাবনাও জাতির সামনে তুলে ধরতে পারেন তিনি।
এমএসআই/জেডএস
বিজ্ঞাপন