ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সব ধরনের বর্ধিত ফি বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট -৭ কলেজ শাখার ব্যানারে তিন দফা দাবি আদায়ে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সাত কলেজের সব ধরনের বর্ধিত ফি বাতিল, করোনাকালীন অনলাইন ক্লাস বা অ্যাসাইনমেন্টের জন্যে ননকলেজিয়েট ফি বাতিল ও ইম্প্রুভেেন্টের বর্ধিত সব ফি বাতিল।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন খাতে দুর্নীতিসহ অনিয়ম হচ্ছে। একের পর এক অপচয় হচ্ছে। টাকা খোয়ান্তি যাচ্ছে। সেদিকে গুরুত্ব না দিয়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়েছে সবাই। এমনিতেই করোনার সময়ে চরম দুর্ভোগে রয়েছেন শিক্ষার্থীরা, তার ওপর একটা মহল এখন অতিরিক্ত ফি নেয়ার পাঁয়তারা করছে।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের পক্ষে যেন কেউ কথা বলার নেই। করোনার শুরু থেকে অতিরিক্ত বাসাভাড়াসহ নানা জুলম করা হচ্ছে। যেখানে সব ধরণের সুযোগ সুবিধা দেয়া উচিত সেখানে উল্টো আচরণ করছে সবাই। দেশের তরুণ সমাজের উপর এমন কষাঘাত যারা করছে তারা সাবধান হয়ে যান। শিক্ষার্থীরা একবার ফুঁসে উঠলে রেহাই পাবেন না।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের তিতুমীর কলেজ শাখার সাধারণ সম্পাদক আনারুল ইসলাম করোনাকালে লুটপাটের কমতি ছিল না উল্লেখ করে বলেন, স্বাস্থ্যখাতের নিয়ম নিয়ে যেন কথা বলার কেউ নেই। দুর্নীতিসহ সব ধরনের অনিয়মই হয়েছে। কিন্তু সাধারণ মানুষ, ছাত্রদের খারাপ অবস্থা থাকলেও কেউ সেদিকে তাকিয়েও দেখেনি। আমরা দাবি তুলেছিলাম করোনার সময়টুকু শিক্ষার্থীদের ম্যাচ ভাড়া মওকুফ করতে হবে।

তিনি বলেন, যদি অনলাইনে ক্লাস নিতে হয় তাহলে সব ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। অথচ সরকার এখানে একেবারেই নির্বিকার ছিল। সরকারের পক্ষ থেকে বলা হলো, তাদের সে সামর্থ্য নেই। কিন্তু ঠিকই ১০ হাজার কোটি টাকার পদ্মা সেতু ৩০ হাজার কোটি টাকা দিয়ে তৈরি করা হচ্ছে। অন্যদিকে শ্রমিক, কৃষক কাজ হারিয়ে সর্বস্বান্ত হচ্ছে। আবাসনের সংকটের কথা অনেক বলা হলেও সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না সরকারের।

যেখানে ক্লাসই হয়নি, শিক্ষার্থীরা স্কুল কলেজেই যায়নি সেখানে ফি ধরা হচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, কলেজ বন্ধ থাকায় কীভাবে তারা নন কলেজিয়েট হয়। কীভাবে হাজার হাজার কোটি টাকা বাড়তি ফি আদায় করা হয়। আমরা বলতে চাই, এগুলো করা হচ্ছে কলেজ প্রশাসনসহ কিছু দুর্বৃত্তদের সহায়তায়। আয়োজক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলতাব বিজয়, ইডেন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এ মানববন্ধনে।

একে/এসএম