বুদ্ধিজীবী হত্যাকারীদের ফেরাতে প্রবাসীদের সহযোগিতা চান রাষ্ট্রদূত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বুদ্ধিজীবী হত্যাকারীদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রে অবস্থান করছে, তাদের দেশের ফিরিয়ে বিচারের আওতায় আনতে যুক্তরাষ্ট্র প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আব্দুল মুহিত।
স্থানীয় সময় শুক্রবার (১৬ ডিসেম্বর) নিউইয়র্কে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসীদের কাছে এ সহযোগিতা কামনা করেন স্থায়ী প্রতিনিধি।
বিজ্ঞাপন
২০৩৫ সাল নাগাদ বাংলাদেশ বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, আমরা আজ বিশ্বের ৪১তম অর্থনীতির দেশ। কোভিড ব্যবস্থাপনা ও অব্যাহত অর্থনৈতিক উন্নয়নে বিশ্বের কাছে আজ রোল মডেল বাংলাদেশ।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা এখন শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। ২০৩০ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, বিশ্বশান্তি রক্ষা, শান্তি-বিনির্মাণ, দারিদ্র্য দূরীকরণ বিষয়ক আলোচনা ও নারীর ক্ষমতায়নসহ অসংখ্য বহুপাক্ষিক প্লাটফর্মে বাংলাদেশ নেতৃত্বশীল ভূমিকা রেখে চলেছে।
বিজ্ঞাপন
প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের উদ্দেশে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রে বিভিন্ন ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের অগ্রণী ভূমিকা বিদেশের মাটিতে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছে। নতুন প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানগণ এখানকার মূল ধারার রাজনীতিতে নেতৃত্বশীল ভূমিকা রাখতে শুরু করেছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক। এখানকার প্রবাসী ভাই-বোনেরা নিয়মিত রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী রাখতে সহায়তা করছেন।
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন নিউইয়র্কে মহান বিজয় দিবস উদযাপন করে। এতে অংশগ্রহণ করেন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্রের মূলধারায় সম্পৃক্ত তরুণ বাংলাদেশি-আমেরিকানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি নেতারা।
এনআই/এমএ