জমির মৌজা রেট নির্ধারণে দলিলের গড় মূল্যের উপর ভিত্তি না করে সরেজমিন পরিদর্শন করে গুচ্ছভিত্তিক জমির মূল্য নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ জানতে চেয়েছে সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে বিষয়টি আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

বুধবার (২১ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আ.স.ম ফিরোজ, র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী, দীপংকর তালুকদার, পনির উদ্দিন আহমেদ, ফেরদৌসী ইসলাম এবং মোকাব্বির খান অংশগ্রহণ করেন।

বৈঠকে ১৩তম সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি এবং ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিল ২০২২’ সম্পর্কে আলোচনা করা হয়। কমিটি ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিল ২০২২’ প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জন করে সংসদে চূড়ান্ত রিপোর্ট প্রণয়নের সুপারিশ করে।

বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর/এসকেডি