সিডওর ধারা থেকে ‘সংরক্ষণ’ প্রত্যাহার চায় মহিলা পরিষদ
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ মহিলা পরিষদের একটি প্রতিনিধি দল।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে সাক্ষাৎকালে জাতিসংঘ ঘোষিত নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ (সিডও) এর ধারা-২ এবং ধারা-১৬(১)(গ) থেকে বাংলাদেশ সরকারের সংরক্ষণ প্রত্যাহারের দাবি জানান মহিলা পরিষদের প্রতিনিধিরা।
বিজ্ঞাপন
সাক্ষাৎকালে সিডও সনদের পূর্ণঅনুমোদন ও বাস্তবায়নের বিষয়ে তাদের দাবির স্বপক্ষে যুক্তি তুলে ধরেন মহিলা পরিষদের নেতৃবৃন্দ। একই সঙ্গে জাতিসংঘের সিডও কমিটির কাছে নবম প্রতিবেদন জমা দেওয়ার আগেই সরকারকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান তারা।
গত ২৮ নভেম্বর বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে নারী ও কন্যার প্রতি সহিংসতা এবং সামাজিক অনাচার প্রতিরোধে করণীয় নির্ধারণ ও সামাজিক শক্তিকে সংহত করার লক্ষ্যে জাতীয় কনভেনশনে গৃহীত সুপারিশসমূহ পেশ করা হয়।
বিজ্ঞাপন
সভায় মন্ত্রণালয়ের উপস্থিত প্রতিনিধিরা সরকারের নবম সিডও প্রতিবেদনের অগ্রগতি বিষয়ে এবং নারী নির্যাতন প্রতিরোধে গৃহীত সরকারের পদক্ষেপসমূহ তুলে ধরেন। এ সময় প্রতিমন্ত্রী সিডও-র ধারাসমূহ থেকে সংরক্ষণ প্রত্যাহারের বিষয়ে সরকার বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনা করছেন বলে জানান।
জেইউ/এসকেডি