সিনিয়র সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুই কর্মকর্তা। তারা হলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম।

তাদেরকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে শনিবার (৩১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন >> ২ সচিবের দপ্তর বদল, পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা 

২০১২ সালের ৯ জানুয়ারি সাবেক মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে। সরকারে এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ১২ জন। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি। 

এসএইচআর/জেডএস