টেকনাফে আল-কায়েদা ও তালেবানপন্থী ৬ হিজরতকারী গ্রেপ্তার
টেকনাফে আল-কায়েদা ও তালেবানপন্থী ৬ হিজরতকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
রোববার (১ জানুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক খুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, টেকনাফ থেকে এক অভিযানে আল-কায়েদা ও তালেবানপন্থী ৬ হিজরতকারীকে গ্রেপ্তার করেছে সিটিটিসি।
এ বিষয়ে আগামীকাল সোমবার (২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টুরোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান।
বিজ্ঞাপন
এমএসি/এমএ