যুব ও ক্রীড়া সচিব হিসেবে মহিউদ্দীন আহমেদের যোগদান
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন ড. মহিউদ্দীন আহমেদ। এর আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফিনের সই করা এক প্রজ্ঞাপনে ড. মহিউদ্দীন আহমেদকে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়।
বিজ্ঞাপন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান শেষে মহিউদ্দীন আহমেদ ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
ড. মহিউদ্দীন আহমেদ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারে একাদশ ব্যাচের একজন সদস্য হিসেবে ১৯৯৩ সালের ১ এপ্রিল যোগদান করেন। দীর্ঘ পেশাগত জীবনে তিনি একাধারে মাঠ প্রশাসন ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক (প্রশিক্ষণ) হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞাপন
মহিউদ্দিন আহমেদ ইউনিভার্সিটি অন উলস্টার থেকে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৭ সালে মাইক্রো ক্রেডিট ব্যবস্থাপনা বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। চাকরী জীবনে তিনি দেশে বিদেশে বিভিন্ন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণগ্রহণ করেন।
ওএফএ/কেএ