বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক হলেন নজরুল ইসলাম
ঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান।
বুধবার (২৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অপর এক আদেশে তথ্য অধিদফতরের উপ-প্রধান তথ্য অফিসার ওয়ারেছ হোসেনকে জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এসএইচআর/এসএম