ঢাকার আশুলিয়া থানা এলাকা হতে ৬২ কেজি কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

বুধবার (৪ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটায় তাদের আটক করে র‌্যাব-৪ এর একটি দল।

জব্দকৃত গাঁজা

আটকরা হলেন—মো. কাওসার (৪০), রাসেল মিয়া (২৮) ও মো. মেহেদী হাসান (২২)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

বুধবার দুপুরে র‍্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম জানান, আটকরা দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা সাভার, ধামরাই ও আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার এবং খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করত। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

জেইউ/কেএ