বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ইন্টারভেনশন কার্ডিওলজি ফেলোশিপ প্রোগ্রামের অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশন কার্ডিওলজিষ্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে সিন্ডিকেটের ৮৯তম সভায় কার্ডিওলজি বিভাগের ‘ফেলোশিপ ইন ইন্টারভেনশন কার্ডিওলজি’ নামে ফেলোশিপ প্রোগ্রাম চালু করার বিষয়টি অনুমোদন করা হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। এর মাধ্যমে আমাদের অনেক দিনের স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। 

মোস্তফা জামান বলেন, ‘আমি ২০০৭ সালে ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. অশোক শেঠের তত্ত্বাবধানে ইন্টারভেনশন কার্ডিওলজিতে ফেলোশিপ করি। এই ফেলোশিপের জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল। আমার আগেও যে সকল কার্ডিওলজিষ্ট বিদেশে স্ব-উদ্যোগে ট্রেনিং করেছি, সবাই নানা ঘাত-প্রতিঘাত সহ্য করেছি। কিন্তু আমাদের দেশে প্রাতিষ্ঠানিক কোনো পদ্ধতি ছিলো না, যাতে সবাই ইন্টারভেনশন কার্ডিওলজিতে ফেলোশিপ করতে পারেন।’

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এমডি (কার্ডিওলজি) বা এফসিপিএস (কার্ডিওলজি) পাস করার পরও ইন্টারভেনশন কার্ডিওলজিতে প্রশিক্ষণ আরো নিবিড়ভাবে করা প্রয়োজন, যা আমি বিদেশে প্রশিক্ষণের সময় শিখেছিলাম।’

তিনি আরও বলেন, ‘এখন দেশে অনেক খ্যাতিমান কার্ডিওলজিস্ট, অনেক ক্যাথল্যাব। শুধু প্রয়োজন টেকনিক ও টেকনোলজির সমন্বয়, সেইসঙ্গে প্রয়োজন প্রাতিষ্ঠানিক শিক্ষা। ইন্টারভেনশন কার্ডিওলজি ফেলোশিপ চালুর মাধ্যমে অবশেষে এই স্বপ্নের নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে।’

এর আগে কার্ডিওলজিষ্টদের স্ব-উদ্যোগে বিদেশে গিয়ে নানা ঘাত-প্রতিঘাত সহ্য করে কার্ডিওলজিতে প্রশিক্ষণ নিতে হতো। এবার বিএসএমএমইউয়ে ফেলোশিপ চালু হওয়ায় চিকিৎসকদের প্রতিবন্ধকতার অবসান হবে।

টিআই/এমজে