রাজধানী শ্যামপুর থানার পোস্তগোলা ব্রিজের ঢালে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় অজ্ঞাত (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে পৌনে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত সে ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসা পথচারী নিথুন ঢাকা পোস্টকে বলেন, ওই ব্যক্তি রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

সে আরও বলেন, সে ব্যক্তির দুই পা নিচ থেকে ভেঙে দুইভাগ হয়ে গেছে এবং মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। এখনো তার পরিচয় জানতে পারিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহকে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শ্যামপুর থানাকে জানিয়েছি।

এসএএ/এফকে