শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধের ঘটনায় মাহফুজুল ইসলাম (১১) নামে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি ছিলেন মাহফুজুল। এর আগে মিশাল (২৮) নামে দগ্ধ আরও একজন মারা যান।

মৃত মাহফুজুলের মা মাহফুজা বেগম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর একটার দিকে তার মৃত্যু হয়েছে। মাহফুজুল আইসিইইতে ভর্তি ছিল।

এর আগে বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা সঙ্কটাপন্ন।

গত সোমবার (৮ মার্চ) রাত সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের ফতুল্লায় বহুতল ভবনে সিলিন্ডার লিকেজ থেকে গ্যাস জমা হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফতুল্লা থানার মা-সদাইর পতেঙ্গার মোড় এলাকায় নার্সিং আক্তারের মালিকানাধীন ৬ তলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- গার্মেন্টস শ্রমিক মিশাল (২৬), তার স্ত্রী মিতা (২৩), তাদের দেড় বছর বয়সের শিশু সন্তান মিনহাজ এবং মিশালের দুই শ্যালক হোসিয়ারি শ্রমিক মাহফুজুল ও সজীব। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বাড়িওয়ালার ছোট ভাই কাওছার জানান, চলতি মাসে পরিবারটি ষষ্ঠ তলায় তিন রুমের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ওঠে। গ্যাসের চুলার লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে ফ্লাটের বিভিন্ন রুমে জমাট বাঁধে। রাতে খাওয়ার পর পরিবারের কেউ সিগারেট অথবা মশার কয়েল জ্বালানোর উদ্দেশ্যে আগুন জ্বালায়। মুহূর্তের মধ্যে বিস্ফোরণ ঘটে ঘরে আগুন ধরে যায়। এ সময় অন্যান্য রুমেও আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন। তাদের চিৎকারে অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা আগুন নেভায়। তারা দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায়।

জেইউ/এইচকে