বনানী থেকে কোটি টাকা মূল্যের মূর্তিসহ আটক ৩
প্রতীকী ছবি
রাজধানীর বনানী থেকে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের প্রত্নতাত্ত্বিক মূর্তিসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। প্রাথমিকভাবে আটককৃতদের নাম জানা যায়নি।
বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে র্যাব-১০-এর অতিরিক্ত এসপি সাইফুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বনানীর জলখাবার রেস্টুরেন্টে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর একটি দল অভিযান চালায়। অভিযানে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের প্রত্নতাত্ত্বিক মূর্তিসহ ৩ জনকে আটক করেছে র্যাব-১০।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে র্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপন
এমএসি/ওএফ