বায়ুদূষণ বাড়ছে কেন?
ছবি : সংগৃহীত
১৪ জানুয়ারি ২০২৩।
দূষণ বাড়ছে। বাড়ছে দূষণজনিত রোগ। বায়ুদূষণের কারণে শ্বাসতন্ত্রের রোগ, বিষণ্নতাসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু, সন্তানসম্ভবা নারী ও প্রবীণরা। এইরকম ভয়ংকর পরিস্থিতির পরও কেন বায়ুদূষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখা যাচ্ছে না? এর পাশাপাশি আজকের জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ খবরগুলো একবার দেখে আসি—
বিজ্ঞাপন
প্রথম আলো
বায়ুদূষণ বাড়াবে নিম্নমানের ডিজেল
বিজ্ঞাপন
দেশে তুলনামূলক নিম্নমানের ডিজেল আমদানির যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতে বায়ুদূষণ আরও বাড়বে। দূষণে বেশি ভুগবেন শিশু, সন্তানসম্ভবা নারী ও প্রবীণ ব্যক্তিরা। নিম্নমানের ডিজেল গাড়ির ইঞ্জিনেরও ক্ষতি করবে। বায়ুদূষণ নিয়ে কাজ করা গবেষক ও দুটি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের দুজন শিক্ষক এই আশঙ্কার কথা জানিয়েছেন।
আরও পড়ুন >>> পরিবেশ সুরক্ষায় আমাদের ভূমিকা কী?
আড়াই হাজার কর্মকর্তা–কর্মচারীর মধ্যে রাজধানীর মতিঝিলে বিজেএমসির প্রধান কার্যালয়ে ১৫৪ কর্মকর্তা ও ১১০ কর্মচারী আছেন। এদের কাজ আসলে কী?
প্রথম আলো
বসে বসে বেতন নিচ্ছেন ২৫০০ কর্মকর্তা-কর্মচারী
২০২০ সালে সর্বশেষ ২৫টি পাটকল বন্ধের পর আর কোনো কারখানা চালাচ্ছে না বিজেএমসি। এর মধ্যে বেসরকারি খাতে ভাড়া দিয়ে চারটি কারখানা চালু রেখেছে। ২০২০ সালের ১ জুলাই প্রায় সাড়ে ছয় হাজার শ্রমিক ছাঁটাই করে লতিফ বাওয়ানী বন্ধ করে দেওয়া হলেও এখনো ৭৫ কর্মকর্তা ও ৯৭ কর্মচারী আছেন। তারা বসে বসে বেতন নিচ্ছেন।
রাঙ্গুনিয়ায় এক পরিবারে ৫ জনের পুড়ে যাওয়ার খবর গুরুত্ব পেয়েছে।
যুগান্তর
রাঙ্গুনিয়ায় এক পরিবারের ৫ জন পুড়ে অঙ্গার
গভীর রাতে ভয়াবহ আগুন থেকে দগ্ধ অবস্থায় খোকন বের হতে পারলেও তার বাবা-মা, স্ত্রী-দুই শিশু সন্তানসহ পরিবারের পাঁচজন বের হতে পারেননি। জীবন্ত দগ্ধ হয়ে মারা যান তারা। রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের বসাকপাড়ায় বৃহস্পতিবার দিনগত রাতে ভয়াবহ এই অগ্নি দুর্ঘটনা ঘটে। ভেতর থেকে দরজা আটকানো থাকায় তাদের বের করে আনা যায়নি। শোকে স্তব্ধ স্বজন ও প্রতিবেশীরা
পদ্মা সেতুতে যান চালুর প্রভাব পড়েছে লঞ্চে।
যুগান্তর
লঞ্চের ট্রিপ ৬ মাসে কমে অর্ধেক
পদ্মা সেতুতে যান চলাচল শুরুর ৬ মাসের ব্যবধানে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের রুটগুলোতে চলা বেসরকারি লঞ্চের ট্রিপ সংখ্যা কমে প্রায় অর্ধেকে নেমেছে। সরকারি হিসাবে এসব রুটে যাত্রী কমেছে ২৩-২৫ শতাংশ। আর মালিকদের ভাষ্যমতে, এ হার ৫০ ভাগ। যাত্রী সংকটে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি রুটের লঞ্চ। ওই লঞ্চগুলো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বা অলস পড়ে আছে। অনেক লঞ্চ ভেঙে ফেলা হয়েছে।
আইএমএফের ঋণের শর্ত পূরণে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সমন্বয়ে ২২ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়।
সমকাল
আইএমএফের ঋণের শর্ত পূরণে বিশেষ তদারকি
অর্থনৈতিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ চায় বাংলাদেশ। আইএমএফ ঋণ দিতে রাজি। এ জন্য অর্থনীতির সংস্কারে কিছু শর্ত পালন করতে হবে। আইএমএফের শর্ত পূরণ যাতে ঠিকঠাক হয়, তার জন্য বিশেষ তদারকির ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন >>> আইএমএফের ঋণ : স্বস্তির না শঙ্কার?
ফোনে আড়ি পাতা নিয়ে কথা হচ্ছে অনেকদিন ধরে। তবে এর প্রতিকার মিলছে না।
সমকাল
আড়ি পাতার অপব্যবহার সম্পর্কে হুঁশিয়ারি
সংবিধানের ৪৩ অনুচ্ছেদে নাগরিকদের ব্যক্তিগত ও অন্যান্য যোগাযোগের ক্ষেত্রে গোপনীয়তার অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। ১০ জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের সাবেক এক গোয়েন্দা কমান্ডার পরিচালিত কোম্পানি থেকে নজরদারির অত্যাধুনিক প্রযুক্তি কিনেছে বাংলাদেশ সরকার। গত বছর বাংলাদেশে প্রায় ৬০ কোটি টাকার প্রযুক্তি আনা হয়েছে। সরকারি নথি ও আন্তর্জাতিক রপ্তানি রেকর্ডের বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিদিনের বাংলাদেশ
নির্বাচনের বছরে কূটনীতির হটস্পট ঢাকা
জাতীয় নির্বাচন সামনে রেখে এবার আগেভাগেই সরগরম হয়ে উঠেছে কূটনৈতিক পাড়া। গেল কয়েক মাসে ঢাকায় প্রভাবশালী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কূটনীতিক ও জাঁদরেল কর্মকর্তাদের আনাগোনা বেড়েছে। শনিবার (১৪ জানুয়ারি) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সরকার পতনের পেছনে এই কূটনীতিক কলকাঠি নেড়েছেন বলে অভিযোগ করেছেন ইমরান খান।
এছাড়াও বিদ্যুতের মূল্য বৃদ্ধি, নতুন শিক্ষাক্রমে প্রস্তুতি নিয়ে খবর গুরুত্ব পেয়েছে।