গুলির ঘটনার পর গুলশানের গ্লোরিয়া জিন্স বন্ধ
গ্লোরিয়া জিন্স কফিস এর গুলশান-১ শাখার সামনে গুলির ঘটনার পর আউটলেটটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় গ্লোরিয়া জিন্স ক্যাফেস বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছে।
বিজ্ঞাপন
গ্লোরিয়া জিন্স জানায়, ‘সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। অনিবার্য কারণবশত গুলশান-১ স্টোর আজ (রোববার) বন্ধ থাকবে।’
আরও পড়ুন >> গুলশানে গ্লোরিয়া জিন্স ক্যাফের সামনে গুলি
বিজ্ঞাপন
তবে সোমবার (১৬ জানুয়ারি) ঠিক কখন আউটলেটটি খোলা হবে এবিষয়ে গ্লোরিয়া জিন্স ওই পোস্টে কিছু উল্লেখ করেনি।
এর আগে রোববার বিকেলে টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে গ্লোরিয়া জিন্সের সামনে গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দু'জনকে আটক করেছে পুলিশ।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, এঘটনায় গুলি করা ও গুলিবিদ্ধ হওয়া দুইজনকেই আটক করা হয়েছে। পুলিশ বিস্তারিত জানার চেষ্টা করছে।
এআর/জেডএস