রাতে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস
বৃষ্টির পুরনো ছবি
মাত্র তিন দিন পরই শেষ হচ্ছে ফাল্গুন। এরপরই শুরু হবে চৈত্র মাস। ফাল্গুন শেষের আগেই উত্তাপ ছড়াচ্ছে সূর্য। শুক্রবার (১২ মার্চ) সারাদিন দেশজুড়ে প্রায় উত্তপ্ত আবহাওয়ার সঙ্গেই চলতে হয়েছে।
সবখানে তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল। কোথাও বৃষ্টি হয়নি। তবে রাতে দেশের চার বিভাগের কিছু স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্র ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, আগামী ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে।
সন্ধ্যা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, রংপুর এবং রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বিজ্ঞাপন
তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ায় সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে পাঁচ দিনের বর্ধিত আবহাওয়ার পূর্বাভাসে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৮ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৬ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশজুড়ে গড়ে প্রায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির উপরে ছিল। আজ সন্ধ্যায় ঢাকায় বাতাসের দিক ও গতি ছিল দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৬ শতাংশ।
নদী বন্দরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বেলা ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কতা নেই।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
একে/এফআর