ফাইল ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অভিযান পরিচালনা করে দুই দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- রাজীব বৈদ্য (২৮) ও মো. হাসান (২২)। তাদের মধ্যে রাজীবের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী এলাকায়। তার বাবার নাম মৃদুল বৈদ্য। এছাড়া হাসানের বাড়ি কুমিল্লা জেলায়। তার বাবার নাম মৃত হাবীবুর রহমান।

চমেক থেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া, বেসরকারি হাসপাতালে রোগীদের পরীক্ষা করতে বাধ্য করা এবং নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করাসহ বিভিন্ন কার্যক্রমে তারা জড়িত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান ঢাকা পোস্টকে বলেন, হাসপাতালে আমরা দালালবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করে আসছি। সরকারি সংস্থা হিসেবে দুদক আমাদের কার্যক্রমে সহযোগিতা করছেন। আজকের (বৃহস্পতিবার) অভিযানে দুই দালালকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে ১ জানুয়ারি হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডের সামনে থেলে ছয় দালালকে আটক করেছিল পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

জেডএস