পদোন্নতি পাওয়া ৪০ ইন্সপেক্টরকে নতুন কর্মস্থলে বদলি
বাংলাদেশ পুলিশে ইন্সপেক্টর থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পাওয়া ৪০ জনকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) পুলিশ সদরদপ্তরের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবুদল্লাহ আল-মামুন।
বিজ্ঞাপন
এতে বলা হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ জানুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থল ত্যাগ করতে হবে। যদি তারা ত্যাগ না করেন তাহলে ৩০ জানুয়ারি তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবে।
এতে আরও বলা হয়, যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, সেসব এলাকায় তফসিলের মেয়াদ শেষে বদলির আদেশ কার্যকর করা হবে।
বিজ্ঞাপন
বদলি হওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন>>>
এআর/এসএম