ভাটারায় পলিটেকনিক্যাল ছাত্রের আত্মহত্যা
রাজধানীর ভাটারা থানা এলাকায় হাসিবুল হাসান শান্ত (২২) নামে এক ছাত্র গলায় আত্মহত্যা করেছেন। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
হাসিবুল হাসান শান্ত রাজধানীর একটি বেসরকারি পলিটেকনিক্যাল কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা। তিনি ঢাকা পোস্টকে বলেন, রাতে ১১টা থেকে দেড়টার মধ্যে যেকোনো সময় শান্ত আত্মহত্যা করে থাকতে পারেন। পরে পরিবার দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। আমরা আজ দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, শান্ত পরিবারের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার ঘোষ কামতা এলাকায়।
বিজ্ঞাপন
এসএএ/এসকেডি