চট্টগ্রামের লোহাগাড়ায় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ জানুয়ারি) ভোর রাতে উপজেলার সদর ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি নিবন্ধনবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মানিক বিশ্বাস (৪০), মো. হোসেন ওরফে জাকির হোসেন (৩৮) ও মো. আলমগীর (৫০)।

পুলিশ জানায়, সদর ইউনিয়নের নেয়াজের টেক মজিদার পাড়া এলাকায় একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও সাত ডাকাত পালিয়ে যায়। গ্রেপ্তার তিনজনের নাম এজাহারে উল্লেখ করে এবং অজ্ঞাতনামা সাতজনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে আসামিদের বিরুদ্ধে একটিতে অস্ত্র আইন এবং আরেকটিতে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা উল্লেখ করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, তিনজনকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ (শুক্রবার) আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি সাতজনকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এমজে