বংশালে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
গ্রেফতার মো. এরশাদ আলম শান্ত/ ছবি- ঢাকা পোস্ট
রাজধানীর বংশাল থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার মাদক কারবারির নাম মো. এরশাদ আলম শান্ত (৩৪)।
শনিবার (১৩ মার্চ) লালবাগ গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মো. এরশাদ আলম শান্ত কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবার চালান এনে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার (১২ মার্চ) রাতে বংশাল থানার নাজিম উদ্দিন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবির লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম।
বিজ্ঞাপন
গ্রেফতার মাদক কারবারি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে তিনি দীর্ঘ দিন ধরে নানা কৌশলে ঢাকায় সরবরাহ করছেন।
গ্রেফতারের বিরুদ্ধে বংশাল থানায় মামলা দায়ের হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দুই কেজি গাজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. জাবের হোসেন ওরফে তুর্য (১৯) ও মো. রাহাত হোসেন (১৮)।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, বুধবার (১০ মার্চ) রাতে যাত্রাবাড়ী থানার সায়দাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে। গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।
অন্যদিকে শুক্রবার (১২ মার্চ) সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ডিএমপির বিশেষ মাদক বিরোধী অভিযানে ৫১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৩ হাজার ৫১৮ পিস ইয়াবা, ৩৮৪.৬ গ্রাম হেরোইন, ৬ কেজি ৭৭ গ্রাম গাঁজা ও ১০৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩৭টি মামলা হয়েছে।
এমএসি/এইচকে