ঢাকা ক্লাবের কর্মচারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ক্লাবের সিএসআর কার্যক্রম ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সোমবার (২৩ জানুয়ারি) ক্লাব প্রাঙ্গণে কর্মচারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট খন্দকার মশিউজ্জামান (রোমেল) নির্দেশনায় ডিরেক্টর-ইন-চার্জ (সিএসআর) মো. রেজাউল করিমের ব্যবস্থাপনায় এ কার্যক্রমের আয়োজন করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ক্লাবের প্রেসিডেন্ট খন্দকার মশিউজ্জামান (রোমেল), ডিরেক্টর-ইন-চার্জ (সিএসআর) মো. রেজাউল করিম, পরিচালনা পর্ষদের সদস্যরা, অন্য সদস্য ছাড়াও ক্লাবের কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারি এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/এসএসএইচ/