চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি প্রাইভেটকার থেকে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনের অভিযোগে মো. ইসমাইল (৫০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার চুনতি এলাকায় রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় প্রাইভেটকারের সিটের নিচে তেলের ট্যাংকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ইয়াবাগুলো জব্দ করা হয়।  

গ্রেপ্তার ইসমাইলের গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফ পৌরসভার গুদারবিল এলাকায়। তার বাবার নাম আব্দুস সালাম। 

পুলিশ জানায়, মাদকের একটি চালান পাচার হচ্ছে—এমন সংবাদে লোহাগাড়া থানার একটি টিম চুনতি এলাকায় চেকপোস্ট বসায়। বিভিন্ন গাড়ি তল্লাশির একপর্যায়ে একটি প্রাইভেটকার থেকে ৩৫ হাজার ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদক পরিবহনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। 

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এমআর/কেএ