রাজধানীর লালবাগের নবাবগঞ্জ বড় মসজিদ এলাকার একটি ছয়তলা ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে মো. কায়েস (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের নানা লিটন ঢাকা পোস্টকে বলেন, কায়েস বিকেলে নিজ বাসার ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, কায়েস রহমতুল্লাহ স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম দেলোয়ার হোসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসএএ/এসএসএইচ/