উপ-নির্বাচন উপলক্ষে বগুড়া-৬ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন এলাকায় অবস্থিত সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল (সোমবার) বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি সংসদীয় আসনে উপ-নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। ভোটের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটি ঘোষণার প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, চাঁপাইনবাবগঞ্জ-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ শূন্য আসনে নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন বুধবার (১ ফেব্রুয়ারি) সাধারণ ছুটি ঘোষণা করা হলো। বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জের সদর আসনে নির্বাচন হওয়ায় এই দুই জেলার আদালতে সাধারণ ছুটি থাকবে।

এমএইচডি/কেএ