অটোরিকশার ধাক্কায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুর মৃত্যু
চাঁদপুর জেলার মতলব থানার আমিরাবাদ এলাকায় অটোরিকশার ধাক্কায় আহত শিশু মুসলিমা (৯) মারা গেছে। রোববার বিকেল পৌনে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।
নিহত মুসলিমার চাচাতো ভাই মো নাজমুল ঢাকা পোস্টকে বলেন, আজ দুপুরে আমার চাচাতো বোন বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। একটি অটোরিকশা পাশ দিয়ে যাওয়ার সময় আমার চাচাতো বোনকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। প্রথমে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। ঢামেকের জরুরি বিভাগে বিকেল পৌনে ৫টায় মারা যায় সে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, এ ঘটনা অটো রিকশার চালককে আটক করা হয়েছে। চার ভাইবোনের মধ্যে মুসলিমা ছিল তৃতীয়। সে ওই এলাকার আলমগীরের মেয়ে।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলে, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
এসএএ/এসকেডি