ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বিদ্যাপীঠ বুলবুল একাডেমি অব ফাইন আর্টস বাফা গুলশান বাড্ডা শাখার পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে অবস্থিত বেইজ ক‍্যাম্প গ্রামার স্কুলে ছোট শিশুদের আনন্দ উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমধর্মী এ পিঠা উৎসব।

বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার স্বার্থে এ উৎসবের আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার শেফ ড্যানিয়েল সি গমেজ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম ও বেইজ ক্যাম্প গ্রামার স্কুলের পরিচালক তৌফিক অপু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুলবুল একাডেমি অব ফাইন আর্টস গুলশান বাড্ডা শাখার প্রধান নাসির আহমেদ। আয়োজন প্রসঙ্গে ড্যানিয়েল সি গোমেজ বলেন, সত্যিই চমৎকার আয়োজন। এমন আয়োজন প্রতিটি স্কুল-কলেজ ও এলাকাতেই হওয়া উচিত। পিঠার মজাদার স্বাদ নতুন প্রজন্মের সামনে তো আমাদেরই তুলে ধরতে হবে। এ ধরনের আয়োজনকে আমি বরাবরই সাধুবাদ জানাই।

এ প্রসঙ্গে শাহনাজ ইসলাম বলেন, সত্যি যে নারীরা রাঁধে ও চুল বাঁধে, আজ তা আবারও প্রমাণ হলো। এখানে উপস্থিত বেশির ভাগ নারী কর্মজীবী। তারপরও তারা আজ চমৎকার পিঠা বানিয়ে আমাদের সামনে হাজির করেছেন। সত্যিই পিঠাগুলো খুবই মজাদার ছিল। বাফা গুলশান-বাড্ডা শাখা ও বেইজ ক্যাম্প গ্রামার স্কুল-কে সাধুবাদ জানাই এ ধরনের আয়োজন করার জন্য।

কথার রেশ ধরে তৌফিক অপু বলেন, আমরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখব।

সমাপনী বক্তব্যে সভাপ্রধান নাসির আহমেদ আমন্ত্রিত অতিথি ও উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পিঠা উৎসবের সঙ্গে ছিল নাচ ও বৈঠকি গানের আসর।

অনুষ্ঠানের শুরুতে বিশেষ অতিথি ও প্রধান অতিথিদের বক্তব্যের পরই শুরু হয় অভিভাবকদের অংশগ্রহণে পিঠা উৎসব।

এমএআর/